পঞ্চম শ্রেণি গণিত প্রথম অধ্যায় আগের পড়া মনে করি মক টেস্ট । MCQ প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি গণিত প্রথম অধ্যায় আগের পড়া মনে করি মক টেস্ট । MCQ প্রশ্ন উত্তর
💠পঞ্চম শ্রেণি গণিত প্রথম অধ্যায় মক টেস্ট💠
0/52
1 ভারতীয় সংখ্যা পদ্ধতিতে মোট কয়টি অংক (numeral) রয়েছে?
১ টি
৯ টি
১০ টি
১০০ টি
ভারতীয় সংখ্যা পদ্ধতিতে মোট দশটি অংক রয়েছে। এই দশটি অংক হলো ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। এই অংকগুলিকে ব্যবহার করে বিভিন্ন ধরনের সংখ্যা তৈরি করা যায়। যেমন ১০২ সংখ্যাটি তৈরি করার জন্য ১, ০ ও ২ - এই তিনটি অংক কে সঠিক ক্রমে ব্যবহার করতে হবে।
2 স্থানীয় মান কথাটিকে ইংরেজিতে কি বলা হয়?
Face value
Place value
Real value
Number value
3 ২৫০৩ - এই সংখ্যাটিতে পাঁচ এর স্থানীয় মান কত?
৫
৫০
৫০০
৫০০০
4 একটি সংখ্যায় ৩ এর স্থানীয় মান ৩০ । নিচের কোন সংখ্যাটির ক্ষেত্রে এটি সঠিক?
১৩২০
৩২১০
১০০৩
৩০৩৯
5 নিচের কোন অংকটির স্থানীয় মান ও প্রকৃত মান সমান হয়?
১
০
২
৯
6 ১২৯০ সংখ্যাটিতে নয় এর প্রকৃত মান কত?
৯
৯০
৯০০
০
7 ৩০৫ - সংখ্যাটিতে ৩ এর স্থানীয় মান ও প্রকৃত মানের যোগফল কত?
৬
৩৩০
৩০৩
৩০৫
8 ৬২৬ সংখ্যাটিতে ২ এর স্থানীয় মান ও প্রকৃত মানের অন্তর (পার্থক্য) কত?
০
২২
২০২
১৮
9 নিচের কোনটি সবচেয়ে বড়?
৭ দশক
৯ একক
৯ দশক
পাঁচ একক
10 নিচের কোনটি সবচেয়ে ছোট?
৩ একক
তিন হাজার
তিন দশক
৪ দশক
11 ৩, ৫, ৬, ৩ অংক গুলি দ্বারা গঠিত বৃহত্তম চার অঙ্কের সংখ্যা কত?
৫৬৩৩
৬৩৫৩
৩৬৩৫
৬৫৩৩
12 ০, ৫, ৭, ০ অংক গুলি দ্বারা গঠিত বৃহত্তম চার অঙ্কের সংখ্যা কত?
০৫৭০
৭৫০০
৫৭০০
৫০০৭
13 ৩, ০, ৬, ৩ অংক গুলি দ্বারা গঠিত ক্ষুদ্রতম চার অঙ্কের সংখ্যা কত?
০৩৩৬
০৬৩৩
৬০৩৩
৩০৩৬
14 ৩, ০, ৯, ০ অংক গুলি দ্বারা গঠিত বৃহত্তম চার অঙ্কের সংখ্যা কত?
18 যে সংখ্যাটা দিয়ে কোন সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলা হয় -
ভাজক
ভাজ্য
ভাগফল
ভাগশেষ
19 ভাগের অংকে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় -
ভাজক
ভাগফল
ভাগশেষ
ভাজ্য
20 নিচের কোনটি ৪ এর গুণিতক নয় ?
৪
৮
১৪
২০
21 নিচের কোনটি ১০ এর গুণনীয়ক?
৫
৪
৬
১০০
22 কোন সংখ্যার কতগুলি গুণিতক আছে?
একটি
দুটি
১০০ টি
অসংখ্য
23 কোন সংখ্যার গুণনীয়কের সংখ্যা
নির্দিষ্ট
অনির্দিষ্ট
কোনোটিই নয়
একটি
24 কোন সংখ্যার একটিমাত্র গুনিতক রয়েছে?
১
২
৯
০
25 ২ ও ৩ এর সাধারন গুণিতক হলো -
৪
৬
৮
১০
26 নিচের কোনটি জোড় সংখ্যা নয়?
৪
৯
১০
৬
27 নিচের কোনটি একটি বিজোড় সংখ্যা?
২৩
১০
২৬
১০০
28 ফুটবলের কয়টি তল?
একটি
দুইটি
তিনটি
ছয়টি
ফুটবলের একটিমাত্র তল। ফুটবলের দলটি হল বক্রতল।
29 একটি লুডোর ছক্কার কয়টি তল?
একটি
দুইটি
তিনটি
ছয়টি
একটি লুডোর ছক্কার ছয়টি তল। এর প্রত্যেকটি তল সমতল।
30 চিত্রতে বল দেখে সংখ্যা কত বল।
একক
দশক
শতক
হাজার
২২২
২২০২
২০২২
২২২২
হাজারের কাঠিতে ২ টি , শতকের কাঠিতে ২ টি এবং এককের কাঠিতে ২ টি করে বল আছে কিন্তু শতকের কাঠিতে কোনো বল নেয়। তাই ২০২২ হবে ।
31 চিত্রতে বল দেখে সংখ্যা কত বল।
একক
দশক
শতক
হাজার
৩৪৬
০৩৪৬
৩০৪৬
কোনটিই নয়
হাজারের কাঠিতে ৩ টি , শতকের কাঠিতে ৪ টি এবং দশকের কাঠিতে ৬ টি করে বল আছে কিন্তু এককের কাঠিতে কোনো বল নেয়। তাই ৩৪৬০ হবে ।
32 নিচের কোনটি ভুল ?
৫৭৮৯ < ৬২১৩
১৯৯৯ < ১৯৯০
৮২২১ < ৯০০০
৭৬৫৯ > ৭৬৫০
১৯৯৯ , ১৯৯০ এর চেয়ে ৯ বড় ।
33
আন্দুলের মেলায় প্রথম দিনে ২৩৬৫ জন লোক ও দ্বিতীয় দিনে ১২০৬ জন লোক
এসেছেন।
৩৫৬৬
৩৫১৭
৩৫১১
৩৫৬১১
ওই দুই দিনে মোট২৩৬৫+ ১২০৬= ৩৫৭১ জন লোক এসেছেন।
উঃ ওই দুই দিনে মোট ৩৫৭১ জন লোক এসেছেন।
34
মনে মনে হিসাব করি : ২২১ + ৩৮২
৬১৩
৬২৩
৬৩৩
৬০৩
= ২০০ + ২০ + ১ + ৩০০ + ৮০ + ২ = ২০০ + ৩০০ + ২০ + ৮০ + ১ + ২ = ৫০০ + ১০০ + ৩ = ৬০৩
35 ৩ ও ৪ এর সাধারণ গুণিতক হল
৮
১০
১৬
২৪
৩ ও ৪ এর সাধারণ গুণিতক গুলি যথাক্রমে ১২, ২৪, ৩৬, ৪৮ ..... এইভাবে ১২ এর ঘরের নামতা পড়ে আরো সাধারণ গুণিতক পাওয়া যাবে।
36 যেহেতু ৫ দিয়ে ৩৫ কে ভাগ করা যায় তাই ৫ হল ৩৫ এর -
গুননীয়ক
গুণিতক
সাধারণ গুণিতক
উৎপাদক
৫ হল ৩৫ এর গুননীয়ক বা উৎপাদক। অন্যদিকে ৩৫ হল ৫ এর গুণিতক।
36 $\frac{৮}{১৪}+\frac{২}{১৪}$
$\frac{১২}{১৪}$
$\frac{১০}{১৪}$
$\frac{৬}{১৪}$
$\frac{১৬}{১৪}$
$\frac{৮+২}{১৪}$ $=\frac{১০}{১৪}$ $=\frac{৫}{৭}$
6 $\frac{৫}{৭}+\frac{২}{৭}$
$\frac{৭}{৮}$
$\frac{৩}{৭}$
$\frac{৭}{১}$
কোনটিই নয়
$\frac{৫+২}{৭}$ $=\frac{৭}{৭}$ $=১$
কিভাবে শুরু করবে অনলাইন মক টেস্ট?
1. প্রথমে নিচের ' Start Mock Test ' বাটনে ক্লিক কর। 2. তারপর তোমার উত্তর সিলেক্ট কর এবং ' Next Question ' বাটনে ক্লিক কর। 3. সমস্ত প্রশ্ন শেষ হওয়ার পর রেজাল্ট বোর্ড দেখতে পাবে।
Time's Up
score:
Quiz Result
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Percentage:
About the Author
Teacher , Blogger, Edu-Video Creator, Web & Android App Developer, Work under Social Audit WB Govt.
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser. The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.